ঈদে সবাই আনন্দে মেতে
আছে নিজ নিজ উচ্ছ্বাসে,
আমি শুধু একা নিস্পান নক্ষত্রের মত
বার বার ঝরে যায় ; ফিরে ফিরে আসি
এক স্তব্ধতা ঘিরে আছে এই গুমট ঘরে
রাত্রের আঁধারের মত আমিও একা ।
কোথায় কে থাকে? কে খোজ রাখে?
ঘাসের বুকে যেমন শিশির ঝরে পড়ে
আমিও তেমনি হারিয়ে যাব কোন এর কুয়াশার ভিড়ে।
এই নিস্তব্ধতা এই একাকীত্ব ক্লান্ত করেছে আমায়
বহু বছর ধরে ;
নানান প্রতিকূলতার ভিড়ে নষ্ট হয়ে গেছে হৃদয় স্পন্দন।
বিক্ষত কিছু প্রাণ নিয়ে জেগে আছি কিছু সময় ।
যাদের প্রয়োজন চিরকাল তারা ব্যস্ততার আড়ালে
আমি শুধু কর্ম হীন চিরকাল ;
সবাই ই আছে খুব কাছে, আমি যেন দূরে বহুদূর ।
আমার ক্লান্তি আর হাহাকার শুধু যেন আমার নিজের ।
এক দিবসের ব্যথা, যেন বহুকাল ধরে ।
ভাই বোন স্বজনের আনাগোনায় মুখরিত যারা
তারা দেখেনি আজ ও একাকীত্বের আত্মত্যাগ ।
সংসার শান্ত  করে রেখেছে আমায় বহুকাল ধরে
যেমন আকাশ শান্ত থাকে ঝড়ের পূর্বে ।
উৎসবের ভিড়ে হারিয়ে গেছে যারা
তাদের আমি পাইনিকো খুঁজে বহুকাল ।
ফিরে-ফিরে আসি বার-বার এই নিজ-নিজ গৃহে
ঘুমিয়ে রয় অচেতন মনে, দেখি স্বপ্ন সুদিনের একা একা!
অতিথি পাখির মত ঘুরে বেড়াই স্বপ্নের ঘোরে
ভেবেছি হয়তো নিমন্ত্রণে পাব তোমারি!
রাতের শান্ত নদী ও দেয় নি আমায় ঠাঁই;
তুমি শুধু তোমারি মনে জেগে রইলে চিরকাল ।

আমি শুধু ভাবি, যেন কোন ব্যথা নেই এই পৃথিবীতে --
নেই কোন উৎসব আয়োজন
নেই কোন ভালোবাসা, কোন আশা কোন পরিচয়।
রাতের নিস্তব্ধতাকে চঞ্চল করেছিল দেয়ালের ঘড়িটি
বন্ধ হয়ে আছে বহুকাল, অনেক মুহুর্ত ধরে।
অনেক মুহূর্ত আমি নিজেরে করেছি ক্ষয়
তোমার ঐ পরিচয়, যেন আজ ও এক সংশয়!
হৃদয়ের ব্যথা যে বোঝে সে জেগে রয় গভীর আঁধারে ।
যেমন রাতের পাখি জেগে রয় একা নদীর জলে ।
এমনি করেই এক একটি রাত ঘুরে বছর ফিরে আসে
মনে হয় এই একটি দিনের কথা! অতীতের কথা,
গোধূলি আলোয় দুপুর গড়াই প্রতি দিবস
আবার সোনালী আলোয় প্রভাত ফিরে বার বার;
শুধু ফিরি না আমি!
মনে হয় যেন তুমি আছ কোন এক উৎসবের আড়ালে
বহুকাল ধরে; ফিরে ফিরে আসো তোমার অবসরে হলে ।
তোমার অবসরে তখনি আমি ব্যস্ত হয়ে রয়, একা একা
এবার আর ক্লান্তি নয়;
এই গুমট ঘরের অন্ধ রাতে যেন এক ঘুমের প্রয়োজন
চিরকাল একা একা ----


চিরকাল একা একা ---
🥀😔🌸🌿🍀
মুস্তাকিম বিল্লাহ
ইদ উল ফেতর ১৪৪৪
২৩ ই এপ্রিল ২০২৩
(রাত্রি ১.২০ মিনিট)