তুমি যাহা চেয়েছিলে মোর কাছে
   তাহা আমি- করেছি তোমায় দান,
যাহা চাওনি তাহাও করেছি তোমায় দান!
    তাহা রহিবে আজীবন হয়ে চির সম্মান।
বেসেছিনু ভালো নীরবে তোমার
    একা আনমনে নিরবে নিরালায়;
একা গৃহকোণ অস্ফুট আবছা আঁধারে
  শীতের গভীর দিবসে; ভেবেছিনু যে কথা,
        এ হৃদয়ের রহিয়াছে চির বিরহে তা গাঁথা।

ঝরে যাওয়া গোলাপ, পাপড়ির ক্লান্ত প্রভাতে
      ফুটন্ত ফুলের আবেশে একা শান্ত শীতে
কুড়িয়ে নিয়েছিনু তাহা মায়ার আবেশে
তোমারে পাঠিয়েছিনু যেথা স্নেহের পরশে;
মোর দেওয়া সেই উপহার নিরবে বিশ্বাসে
  প্রাণের যত কথা তাহা মোর প্রাণেই ভাসে।
সাথে ছিল তোমায় না বলা সেই কথা
ভেবেছি বলবো কোন এক দিবসে যে কথা,
    এ হৃদয়ের রয়েছে চির সঙ্গোপনে তাহা গাঁথা।

একদিন হবে সখি দেখা তোমারি সনে
   প্রাণের আবেশে স্নেহের আভাসে একা সঙ্গোপনে
সেদিন ভাসিবে তরী মোর হিয়া স্রোতে
   প্রানের কথা কহিব প্রিয় নিরালায় দুজনাতে।
আর কিছুই নহে, শুধু এই আশা নিয়ে
        যেতেছে কাটিয়া দিন শত কথা দিয়ে
হয়তোবা আসিবে তুমি সে দিনের পরে
     যেদিন রহিব আমি,তোমা হতে- বহু ক্রোশ দূরে!
         বেদনার ব্যথা বাজে মনে চির জনমের সুরে।


চির-জনমের কথা
মুস্তাকিম
১২ ফেব্রুয়ারি ২০২২