——————————— বৃষ্টি ———
******** -- মুস্তাকিম -- *******

          বৃষ্টি এসে পড়লো তোরই হাতে
   বাহির হতে মেঘের দল চেয়ে নীরব প্রাতে
দিকে দিকে বারির ধারা,   পড়লো ঝরে বাঁধন হারা
     মেঘের গুরু গুরু ধ্বনি আনলো করাঘাতে--
         বৃষ্টি এসে পড়লো তোরই হাতে
              
         বষা এসে বসলো তোমার পাশে
   ভূবন আজি উঠলো জেগে নব হিমেল বাতাসে
থেকে থেকে বনের পাখি,  উচ্ছ্বাসে আজি উঠছে ডাকি
   টিয়া কোকিল মাছরাঙা আজ ডাকছে গৃহবাসে--
          বষা এসে বসল তোমার পাশে।
          
         ঘন মেঘে জমলো আঁখির কোনে
   বিজল তাই লাজেই মরে  রূপকথারি বনে
গুরু গুরু মেঘের কথা,     তোমার শত নীরব ব্যথা      
    বিজল রাতে জমছে আজি তোমার গভীর মনে--
        ঘন মেঘে জমলো আঁখির কোনে।

       এমনি করেই দিন গেল আজ বহে!
     পুরান যত স্মৃতিকথা গেল আজি ধুয়ে,
নিভু নিভু প্রদীপ খানি,  শোনাতে চায় অতীত বাণী
    সব ভুলে আজ গুনগুনিয়ে উঠছ তুমি গেয়ে--
         এমনি করেই দিন গেল আজ বহে।

বৃষ্টি 🌸🥀
মুস্তাকিম
২০ ই চৈত্র ১৪২৯