বরষা আসিল সহসা ছাপিয়া
গগন ভরিল, কানন জাগিল
শিহরে কাঁপিয়া।
বরষা আসিল ভুবন ব্যাপিয়া
প্রকৃতি পাইল, পাখিরা গাইল
নীরবে ঝাঁপিয়া।
বরষা আসিল অখিল জাগিয়া
বসুধা ফিরিল, রুক্ষতা ছাড়িল
রসেতে মাতিয়া।
বরষা ফিরিল নীরদ আসিয়া
তিমির হইলো, ভুবন ছাপিল
আঁধারে ভাসিয়া।
বরষা আসিল প্রভাত পাতিয়া
দিবস জাগিল, পাখিরা গাইল
সুরেতে মাতিয়া।
বরষা ফিরিল তটিনী ছাপিয়া
জলধি ভরিল, তরঙ্গে মাতিল
সাগর ব্যাপিয়া।
বরষা আসিল বরষা ফিরিল
শুধু পুলকে মাতিয়া গগন পাতিয়া
বসুধা শিহরে রহিনু থাকিয়া।
রচনাকালঃ- ২ জুলাই ২০১৮