আঠারো বছর পেরিয়ে এসেছে ও,সে
এখনো কাটেনি চাঞ্চলতার ভার,
আঠারো বছর বয়স ফুরালো শেষে
এখনো ফুটেনি নয়ন রেখা তার ।

                    আঠারো বছর পেরুলে পরশ জাগে
                    কেটে আসে সব পিছনের সংশয়,
                    নতুন ভাবে নানান কথার  রাগে
                    অতীতের যত সুখ দুঃখ আর জয় ।

এ বয়সে সে তরুণী না জানে
কেন এ জীবন চলিছে মায়া রথে,
ভাসিয়ে ভেলা কথার সূরের ত্রাণে
কবে এ জীবন শেষ হবে কোন পথে ।

                     আঠারো বছর বয়সে কমল রসে
                     নানান জনের নানান কথার ভিড়ে,
                     দিনগুলি তার কাটে নিরবে উচ্ছ্বাসে
                     গভীর রাতে ফিরে সে একা নিড়ে ।

  তার এ বয়সে, রংধনু ভাসে মনে
  কি লাবণ্য কোথা হতে যেন ফুটে,
  রঙ্গিন আলোর স্বপ্ন জাগে ক্ষণে
  হৃদয় বাঁধন বারে বারে যেন টুটে ।

                  কোন মায়াবতীর কথার কোন বাণী
                  আঠারো পেরুলেই কণ্ঠে উঠে জাগি,
                   কোথা হতে যেন হৃদয় আনে সে টানি
                   কোথাকার সে কোন মায়া অনুরাগী।

আঠারো বছরে সেখেনি সে বারণ !
সেখেনি ও'সে চকিত চাহুনি বচন,
  তব আঠারো বছরেই সময় যাচ্ছে চল
             যেমন শ্রাবণের মেঘ ভেসে চলা
                            দূর হতে দলে দলে ।।


রচনাকালঃ- ২২ আগষ্ট ২৩
উৎসর্গঃ- মেঘ বালিকা