তুমি যাহাদের ভাবিয়াছ আপনজন চিরকাল ব্যাপি
সরল সম্ভাষণ মনে গভীর মগ্ন হৃদয় জ্ঞাপন করি!
যুগের পরিক্রমায় পরিমিত চেনাজানা জনে জনে
তোমার হিয়া তলে করিছে আনাগোনা ব্যাকুল মনে;
কথিত কথার জালে জড়িয়াছ যুগ যুগান্তর ছাপি,
আকুল আবেদন লইয়া চলিয়াছ দিন রাত্রি ব্যাপি।
জানিয়াছ যাহাদের ভালা! জড়াইয়াছ আত্মীকরণের জালে
বুঝিয়াছ ব্যথিত মনে ভুলে সম্ভাষণ ছিল কালে কালে!
অবুঝ তোমার চির জনম যূথভ্রষ্ট বানীবিদ্ধ চক্ররাশি
সংসারসাগরে তোমার দুখ ভেলা আসিয়াছে আভাসি।
নিমগ্ন একাগ্র ধ্যানে চলিয়াছ তুমি যুগযুগান্তর ধরি
শত আঘাত শত অভিশাপ চারিধারে আচ্ছন্ন করি।
মাঝে মাঝে শ্রান্তভালে ক্লান্ততনু রুদ্ধ করিছে তোমারে
একাকীত্বতার ভার একাগ্রচিত্তে ঘিরিয়া ধরে চারিধারে।
তবু তুমি আশাতীত, লইয়া আশার বাণী চিরকাল
অনুরাগীমনে অণু অণু স্বপ্ন বুনিয়া চলিয়াছ চিরকাল।

মাঝপথে আসি পরিচয়পত্র দিলেম আমি তোমারে
চিরকাল্যের সেই পুরাতন আশা বিধিল গম্ভীরমুখ ভারে।
কহিলেম আশার প্রদীপ দিয়া হবো চিরপথের দিশারি
শত সুখ বিরহ ব্যথায় ঘিরিয়া রহিব তোমার চারিধারি।
তুমি যে সরলমনা, বুঝিলে আভাসে অনায়াসে সরলমনে
গৌরব-কলঙ্ক লয়ে দিনরাত্রিব্যপি মিলিলে আমারি সনে।
পুরাতন শত ভুলের আভাস আসিয়া বাঁধিছে স্বপনমাঝে
সে আভাস আসি প্রতিপ্রাতে প্রভাতে তোমার হৃদয়ে বাজে।
গম্ভীর মৌন:ভারে জটিলতায় সাথে শুনাইলে স্বপ্নের ভয়
সহজীকরণে হেলাফেলা না করি দিলেম তোমারে অভয়।
বলিলেম, অন্যের অন্যায় ভার দিওনা মোর সরল মনে
তুই যেথা সরল আমি তারি ন্যায় রব চিরকাল সঙ্গোপনে।
সুদিনের প্রতীক্ষায় পুলকিয়া তুমি আছ চির জনম ধরি
আমি রহিয়াছি ছায়ার মত চিরকাল তোমারি আচ্ছন্ন করি।
তোমার হৃদয়প্রসাদপুঞ্জ ঘনসমারোহে চিরসবুজে করি ঢাকা
আমারি জীবনযাত্রারপথে সে প্রাসাদে কিছুক্ষণব্যাপি থাকা।
দুজনের পথে আছে ঘন বাঁধা আছে কত শত জটাজাল
তবুও এ পথ ধরি যাব মোরা চলি মরনব্যপি চিরকাল।


কবিতা -#আশাতীত
কবি - মুস্তাকিম
৩য় রমাদান ১৪৪৪
২৬ শে মার্চ ২০২৩