শুধু প্রয়োজনে নয় গো প্রিয়!
মাঝে মাঝে অকারণেও সাড়া দিও
         হে বন্ধু হে সখা হে প্রিয়।
তোমার আঁখি তলে কত শত ব্যথা ফলে
তারি ক্ষণিক ভাগ, মোরে তরেও দিও
        হে বন্ধু হে সখা হে প্রিয়।

শুধু নিজে নিজেরে কেন আড়াল কর?
ক্ষণে ক্ষণে উতলা আদোলে জড়
       হে বন্ধু হে সখা হে প্রিয়।
তোমার বক্ষ তলে বিরহ বাণী উতলে
তারি করুন বাণী-ভাগ মোর তরে দিও
       হে বন্ধু হে সখা হে প্রিয়।

শুধু অকারণে ভুলের জটাজালে বারম্বার পড়
বিনিময়ে যা চাও মাশুলে তাই তো গড়
       হে বন্ধু হে সখা হে প্রিয়।
তোমার আশার বাণী শুধু আমিই জানি
কারো লাগি বিনা দোষে নিজেরে না বলি দিও
       হে বন্ধু হে সখা হে প্রিয়।

আশার বাণী
মুস্তাকিম
১৪ ফেব্রুয়ারিত ২০২৩
স্থান - নিড়ালার মোড়, টাঙ্গাইল ।