আমার বন্ধু সাগর
তার সাথে আমার পরিচয় হয়েছিল বছর কয়েক আগে;
প্রথম পরিচয়ে একসাথে বসে টানা অনেকক্ষন গল্প করেছিলাম ।
তারপর মাঝে মাঝেই দেখা হত ।
এক সময় তুই তুই সম্পর্কে জড়ালাম।
সাগরের সাহিত্যিক চিন্তাধারা প্রখর ছিল ।
কবিতা গল্প বাদ দিয়ে গান নিয়েই পড়ে থাকতো বেশিরভাগটা সময়।
মা মাটি আর মানুষের কথা বলতো সব সময় ।
ওর গানের কণ্ঠ ছিল প্রখর --
খালি গলায় বেশ ভালোই গান করতো
এক সময় সকলের মাঝে বেশ পরিচিত হয়ে উঠলো
আমাদের পরিচয় সেই পুরাতন ই রয়ে গেল।
দারিদ্র্যতার ভিড়ে নিজেকে সে ভাবে সময় দিয়ে পারতো না সে কখনই ।
ছোট একটা টিউশনি করতো, সামান্য যা পেত
তা দিয়ে মাস চলে যেত ।
তার চোখে অনেক আশা আর স্বপ্ন ছিল।
আমাকে সে মাঝে মাঝেই বড় হবার উপদেশ দিত
আমি ও তার সব কথা সহজেই মেনে নিতাম ।
এক সময় সাগর হারিয়ে গেল
হারিয়ে গেল এই জগৎ থেকে চিরকালের জন্য, রয়ে গেল তার সকল স্বপ্ন।
আর আমি তার উপদেশ গুলো ধীরে ধীরে ভুলে গেলাম।
সকল পরিচয় আর সকল স্মৃতি হারালাম ।
যেমনটি দিন শেষে অতল সাগরের বুকে হারিয়ে যায় লাল সূর্য ।
আমার বন্ধু সাগর
৩০ এপ্রিল ২০২৩
স্থান - টাংগাইল ।