আজ মেঘলা দিনে বন্ধুর মত
জগায়ে তুলিছে অতীতের ক্ষত!
সেই পুরোনো চেনাজানা প্রান
মধুমাখা কন্ঠে তার সেই গান।
ক্ষণে ক্ষণে বেজে উঠে এই মনে
মেঘলা দিনে একা সঙ্গপণে।
সে রয়েছে প্রতিদিন প্রতিপাতে
হারানোর ভয় বাজে বিদ্যুৎঘাতে
মেঘের আড়ালে তার ছবি ভাসে
তার হাসিমাখা আনন্দ উচ্ছাসে
কোন মায়াতে তারে ফিরে পেতে চায়
নীরবে গোপনে অন্তরে থেকে যায়
সে জেনেও না জানে সে সব কথা
থেকে যায় শত দায় কত শত ব্যথা।
আজ মেঘলা দিনে বন্ধুর মত
ভেসে আসে সেসব স্মৃতি যত
সেই নব পরিচয় সেই চেনা মুখ
সেই নিবেদিত প্রান গোপন সুখ
সবকিছু আজ গোপনে রয়েই যায়
সে তো না বুঝেই না শুনিতে চায়
তবুও গোপনে ভালোবাসা থেকে যায়
আর থেকে যায় শত কথা শত দায় ।

মুস্তাকিম
৪ আষাড় ১৪৩০