পৃথিবীর বহু পথ অতিক্রম করেছি!
দেখেছি আশ্চর্য কত কিছু!
আমি দেখেছি অপরূপ পৃথিবীর অপরূপ নিদর্শন!
কিন্তু আজ ও দেখিনি তোমার তোমার মতো অপরূপ কিছু !
ওগো মমতাময়ী মা তোমার উপমা ধরনিতে নাই ।
তুমি যুগ শ্রেষ্ঠ
তুমি অনন্ত মহা মানবী ।
তুমি উদার,
তুমি ক্ষমাশীল,
তুমি অসিম দয়াবান।
ওগো মমতাময়ী মা আমি ধন্য,
আমি গর্বিত,
আমি তোমার ছেলে তাই ।