কবি কবি ভাব মোর
আমি তো কবি নই ,
তবু কেন তোমার আশায়
উদাস আমি রই,
দুটি আঁখি কেন তোমার
পথ চেয়ে রয়,
বুঝিতে কি পার
সখি কেন এমন হয় ।
আউলা চুলে বাউল
মনে তোমারই গান গাই,
যদি হয়ে যাও
হিমালয় তবু ও তোমায়
চাই,
মন টি আমার
আজ তোমার আশায়
রয়, তোমার কথা কয়,
বুঝিতে কি পারো সখি কেন
এমন হয়।