কোন ও একদিন চলে যাবো
বহু দূরে দূর থেকে আরো দূরে,
সাত সাগর তেরো নদীর ও পারে নয়!
তার থেকে বহু দূরে,
নক্ষত্রের কাছাকাছি,
যেখান থেকে ফিরে আসেনা কেউ!
আসবো না আমি ও
চাইলে ও পাবেনা হাত বাড়ালে,
আমি হতে চাই আলো বাতাস হীন
জগতের বাসিন্ধা,
যেখানে পিচুটান থাকবেনা কিছু ,
থাকবেনা পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ.
থাকবে না হিংসা বিদ্ধেষ .
নিথর দেহখাঁনি পড়ে রবে শূন্য কুটিরে .
ইতি হয়ে যাবে মনের গহিনে লালন করা স্বপ্ন বিলাশ.
স্বপ্নের রাজ কুমারী চলে যাবে অন্যর হাত ধরে,
অসমাপ্ত ভালবাসার কবিতা পাবে না পূর্নতার রুপ,
জীবনের বাস্তবতায় যা পেয়েছি
তা হতাশা চাড়া আর কিছুই নয়!
কি পেলাম আর কি হারালাম
হিসেব করতে গিয়ে নিজেই অবাক !
পরম আবেগে হ্নদয়ের সবটুকু ভালবাসা উজাড় করে
দিয়েছিল যে সে ও আজ ফেরারী .
কি হবে বেঁচে থেকে?
কি প্রয়োজন অর্থহীন জীবনের?
তার চেয়ে ভালো একা থাকা একাকী জীবন,
সুখে থেকো তোমার ভুবনে তুমি
আমার ভূবনে আমি,
দেখা হবে ঐ পারের পূথিবীতে কোন ও এক দিন
আশায় রইলাম..........