এক দিন
আমি চলে যাবো তোমাদের
ছেড়ে,
অদূশ্য কেউ
এসে প্রাণটি মোর
নিয়ে যাবে কেড়ে ।
বলিতে পারবোনা তখন
আমি কোন ও কথা,
আমাকে হারায়ে কেউ
পায় না যেন ব্যথা ।
অসময়ে চলে যাবো ভাবিনি তো হায়,
দৈর্য্য ধরে
ক্ষমা করে দিও
সে দিন আমায় ।
আমার
সূষ্টি গুলো তোমাদের
মাঝে দিলাম বিলিয়ে .
মনের গহিন
কোনে রাখিও
তা দিওনা কবু সরিয়ে ।।