আজি নিস্তদ্ধ রজনি কেটে যায় র্নিঘুম শয়নে,
কেন এই স্বপ্ন দেখা ব্যাকুল দু নয়নে ।

কে ছিল মোর আখিঁ পাতে,
কে দিল এই ব্যথা,

কার জন্য হয়েছিল সেই মালাখাঁনি 'গাঁথা,

ওগো রাতের আকাশে জ্যোছনা আছে শুধু নেই তুমি
টলমল আখিঁ জলে ভাসি সদা আমি।