মাগো আমি যদি হারিয়ে যাই কবু আকাশের ঘন নিলে !
আমি যদি হারিয়ে যাই সাগরের অতই জলে!
তবুও মনে রবে মা তুমি মোর কাছে ছিলে
যুগ যুগ চিরকাল চির রাতে ।
মাগো আমি যদি হারিয়ে যাই তোমাদের ছেড়ে
বহু দূরে নিয়তির অমোগ নিয়মে,
আমাকে হারিয়ে ফেলনা কখনো কোন ও কালে ।
আমি জীবন্ত গোলাপ হয়ে বেঁচে রবো তোমাদের হ্নদয় কাননে ।
মাগো জানতাম না আগে কখনো ফুটার আগে ঝরে যায় ফুল ?
জীবনে যা করছি হিসাব কষে দেখি
সব-ই আমার অক্ষমতা,সব-ই আমার ভুল ।।।
(উত্সর্গ আমার প্রিয় মা কে)