তুমি কি দেখেছ
আমার রক্ত কনিকায় মিশে গেছে তোমার  ভালবাসা?

ভেবেছ কি কভু আমার অস্তিত্বের প্রাসাদে কে বসবাস করে প্রতি মুহুর্তে ?
তুমি কি জানো আমার হ্নদয় মহাকাশে কার জন্য রোদেলা দুপুরে মেঘ জমা হয়?

তুমি কি জানো রজনী কেন আসে ?
জোত্‍ছনায় সাজে অন্ধকার রাত ।

তুমি কি কেঁদেছ কভু হারানোর ব্যথায় ?
আমি কাঁদি আমার হ্নদপিন্ডে আঘাত করে কভু যদি হারিয়ে ফেলি আমার আত্ব্যাকে ।

তুমি কি কান পেতে শুনেছ আমার হ্নদয়ের গভিরে কেন এতো বিষন্নতা বিরাজ করে ?

আমি প্রশ্ন রেখে গেলাম তোমার কাছে,
উওর দিও কোন এক অবসরে যদিও হারিয়ে যাও তুমি না ফেরা পথে ।