আমি সাগরের গভিরতা দেখিনি কতটুকু তবে শুনেছি অনেক
আমি আকাশের উদারতা দেখিনি তবু মনে হয় বিশাল ,

আমি পূথীবীর সব ভালবাসা যদি এক করে নিয়ে যাই তোমার কাছে ,
তোমার তুলনায় তা ও হবে তূচ্.

ওগো মা বলো এত ভালবাসা তুমি কোথায় পেলে ?