সেই ক্ষত  আজও শুকায়নি,
আমাবস্যা পূর্নিমায় জেগে ওঠে করুন আর্তনাদে,

বুকের ব্যথায় কাতর হ্নদপিন্ড,
হ্নদয়ের রক্তক্ষরন আরো বাড়িয়ে দেয় বহুগুন,

শত চেষ্টায় নেভানো গেল না দাবানল.
জ্বলছেই অভিরাম,

কেন এমন হচ্ছে নিজের অজান্তে!
এভাবে আর কত কাল?