ভুলে যেতে হবে এটাই নিয়ম!
তবু ভোলা যায় এই বন্দরে,
নোঙর ছড়ানো মাকড়সা জালে
আদিম পিপাসু ধরে অন্তরে।
কিছু অক্ষরে কিছু কিছু বাঁধা
পথকে থামায় পথিকের রেখা,
কিছু স্বার্থের কিছু অযুহাতে
কত প্রিয়জন হারিয়েছি একা।
কিছু কিছু লোক গেলো অজানায়
ফিরে আসবেনা মনে বেমানান,
তবু ভুলে গেছে সময়ের কাছে
তবু ভুলে যাই করে অবসান।
ভুলতে তো হবে চাইনা ভুলতে
কিছু স্মৃতি নিয়ে ভেসে ওঠে মায়া,
আঁকড়ে ধরেছি বুকের পাঁজরে
যদি আগোচরে থামায় অপয়া।