আজানের সুর/ বাতাসেতে চড়ে
কানের পর্দা /করেছে সজাগ,/
ফজরের সেই /নির্জন সুরে/
ভেসে ভেসে আসে/ নামাজের ডাক।
স্রষ্টার কাছে / নত সংবাদে
কোমল হৃদয়ে/ নত অধ্যায়,
তাকে খুশি করা/ শুধু তার ভয়ে/
কেঁদে কেঁদে উঠে/ প্রিয় সেজদায়।
কিছুক্ষণ পর/ সূর্যের উঁকি/
সবুজ বনের /ফাঁকে চুপচাপ/ উঠে,
পাখির কন্ঠ/ ডানা ঝাপটিয়ে/
দৃষ্টি শক্তি/ পেয়ে গান ধরে / ঠোঁটে।
নতুন একটি /সূর্যের হাসি
মাতিয়েছে সাড়া/ দিনের পাহারা,
চোখের দৃষ্টি/ উন্মুক্ত হয়ে
হাতছানি দেয়/ চলার ইশারা।
মোঃ মুসা
ইহা একটি মাত্রাবৃত্ত ছন্দ