ওরে মুসলিম ধর্ম তোমার টুপি পাঞ্জাবী মাথার মুকুট,
মনের ভেতর শয়তানি এক নিজের স্বার্থে চলে খুটখাট।
সবই যখন খোদার হুকুম শয়তানি করে কে?
খোদার উপর চাপিয়ে দিতেই খোদা কি-বলছে?
মানুষ ঠকিয়ে খোদার হুকুম শয়তানি তার পাকা,
হয়রে ভণ্ড তুইতো জালেম খোদার দুয়ারে আঁকা।
অবিচার তাই কিসের হাশর খোদার হুকুম হলে,
ওরে বদমাশ তোর ঈমানের ষোল আনা যায় জলে।
মাথায় উপর টুপির সুরত খোদায় করেনি জোর,
সত্য ন্যায়ের ঈমানের শাখা মজবুত দেখে তোর।
মানুষকে তুই বোকামি করেই লিখছিস নাম সাধু,
খোদার সাথেই চালাকি করাটা যায়না সোনার জাদু।
খোদার দুয়ারে মিজান পাল্লা হয়না এদিক ওদিক,
তোর মস্তক কোরআন বলে ভণ্ড তো ঠিক।
তোর ঈমানের কোন দাম নেই কানাকড়িও করে,
সাক্ষী খোদায় সাক্ষী কোরান মুনাফিক এই তরে।