সুরতে করেছে তাকে শালীন মার্জনা
সমস্ত শরীরে করো কি অনুশীলন,
পাঞ্জাবি ফতুয়া শার্টে কষেছ ভদ্রতা
ভদ্রতা নামে শরীরে দেও প্রলেপন।
সুরতে ভদ্রতা নেই ভদ্রতা মুখেতে
ভদ্রতা চোখের মধ্যে ভদ্রতা চলায়,
ভদ্রতা কথার মধ্যে ভঙ্গিতে ভঙ্গিতে
ভদ্রতা আছে আচারে মনের বলয়।
সুরতে মেলায় যদি মন্দ আচরণ
টাই বেঁধে ইন করে ভদ্রতা দেখায়,
পাঞ্জাবি,বোরকা পরে দেখাও ভদ্রতা
ভদ্রতা কাজেই তোমার ফুটিয়ে তোলায়।
- মোঃ মুসা