বাংলার মাটি ধন্য রুধিরে চুপচুপে ভেজা,
কৃষাণীর হাতে লাল ছাতা যেন শালুতেই সেজা।
ধানের শীষের বাঁধা ছিল আনচান,
স্বপ্নের সিঁধ কাটে দুশমন রূপে রূপবান।
পঁচিশে মার্চ ডেকেছে আঁধারী বিষাদ রজনী,
মৃত্যুকে যেন নেমে আসে কালো কী! ভেলায় গনী।
কুয়াশা চাদরে ঢাকা গ্রাম মাঠ ছুঁয়েছে নগর,
যুদ্ধে ক্ষুব্ধে উঠল লাখেই বুক চিরে ঝড়।
মায়ের আঁচলে লেগে ছিল ছবি ব্যথিত ছোপ,
তবু তার চোখে ছিলো উজ্জ্বল অনুপম রূপ।
যোদ্ধারা হলো অদম্য মুখে ঝড়ের ঝাপটা পাখি,
তারা ফিরলেন জয় স্বস্তিতে পতাকাকে আঁকি।
জোয়ারের স্রোতে ভেসেই উঠল স্বপ্নীল নামে,
বাংলা ধরেছে স্বাধীনের সাধে বলিদান দামে।
স্বাধীন দেশের আকাশে সূর্য উঠল ছড়িয়ে,
বাংলার প্রতিটি প্রাণও জগল বিজয় গড়িয়ে।