মুখ দেখে কী! মানুষ চেনা যায়?
মুখের কথায় মন গলিয়ে পুড়ে করে ছাই,
মুখের উপর বাস করে কেউ
ভেতরে তার ময়লার স্তূপ সম্মুখ কেটে পাই।
যেই পুকুরে গভীরে খুব আবর্জনা ভরা
ময়লা কয়লা যা-ই আছে রত্ন ভরা, পুকুর,
পুকুর কি আর পচা বুঝে নিজ শরীরের মন
ময়লা যদি হীরা হতো জলে থাকতে কুকুর।
জিলাপির প্যাঁচ মন পেঁচিয়ে দেয় কে মুখের বেড়া,
খুব সহজে বোকার স্বর্গে ডুবায় স্বার্থ মনে,
বাটপারি আর কম জানে না কি করলি আর তুই
পশু এখন মনে থাকে মানুষ গুলো বনে।
নিত্য নতুন মানুষ হলে এত ভালো লাগে
দিন গড়িয়ে পুরান হলে লাগে ত্যক্ত তারে,
ছেলে খেলা মাঝে তখন আস্ত বাঁধে বাসা
হঠাৎ করে আড়াল করে দেখায় বারে বারে...