ঘন ঘন আগুন লাগে খরা চলে দেশে
এই প্রকৃতি ক্ষিপ্ত এখন ঘটে নানা বেশে
ঘন ঘন বন্যা আসে হয় রে ভূমিকম্প,
এমন তাণ্ডব দেখে মানুষ হয় রে হতভম্ব।
ইসলাম ধর্ম বিচার করলে পাপ অনাচার দায়
জোর জুলুমে অত্যাচারে যদি ভরে যায়
বিজ্ঞান বলে পরিবেশে দূষণ হলো সাড়া
তাই প্রকৃতির বিরূপ প্রভাব যেন দিশেহারা।
ইসলাম ধর্মের মানুষ গুলো শোন রে এবার ভাই
নিজের গুণে সকল তরে ভালো হয়ে যাই
অন্য ধর্মে থাকে যদি এমন কথার ডাল,
বুকের মাঝে পুণ্য নামাও ধরে ধর্ম হাল।
বিজ্ঞান বলে পরিবেশ কে কেনো করো ঘোলা,
তার ফলাফল ভুগে মানুষ নাইরে স্বস্তির দোলা
বিজ্ঞান বলে এই জগতে চাও কি বাঁচতে তবে??
এই পরিবেশে নিজের গুণে ভালো রাখতে হবে।