ছেলের প্রতি বাবার অকৃত্রিম টান
বাবার প্রতি ছেলের যেই ভালোবাসা
ভালোবাসার দিবসে পূর্ণতা নামাক!
মায়ের প্রতি ছেলের যেই ভালোবাসা
ছেলের প্রতি মায়ের নিঃস্বার্থ মমতা
আজ কানায় কানায় পূর্ণতা নামুক
শিক্ষকের প্রতি শিষ্য যেই ভালোবাসা
ছাত্রদের প্রতি গুরু অকুণ্ঠ আবেগ
মুখ ফুটে সবিনয়ে পূর্ণতা ছাড়াক
স্বামী স্ত্রীর প্রতি যেই উৎকণ্ঠা প্রেম
স্ত্রীর প্রতি স্বামী যেই জীবন সংগ্রাম
আজকের এই দিনে পূর্ণতা নামুক
অনুক্ত সেই কথার এখনি সময়
মান অভিমান ভুলে বলো ভালোবাসি
এক হয়ে যাক সব বাধা ব্যবধান...
ভালোবাসার দিবসে অবৈধ সম্পর্কে
নোংরা করে গেছে এই পবিত্র দিনেক
মানুষ এই দিনকে ঘেন্না করে থাকে
ভালোবাস-পবিত্র শিশুর মতন
নিঃস্বার্থ বিশ্বাস থেকে ভালোবাসা সৃষ্টি
এখানে নতুন করে হাসতে শেখায়
যেখানে কষ্ট নেমেছে মিথ্যে ভালোবাসা