নতুনের প্রেম পুরাতন হয়ে আসে
নিত্য নূতন প্রেম হাতছানি আঁকে,
পুরানো ব্যক্ত ত্যাক্তের কানাঘড়ি
খোলাখুলি হয়ে নিজেকে পিছিয়ে রাখে।
বিশ্বাস যেন গন্তব্য ভুলে আস্তানা ছেড়ে
পালিয়ে গিয়েছে বহুদূর মন থেকে,
ক্লান্ত তীর্থ যাত্রীর মত ছুটছে যখন
সহজ হারিয়ে সরু গেল এঁকেবেঁকে।
প্রযুক্তি ছুঁয়ে যুগের জোয়ার ভাটায়,
আস্থার হাঁটে পায়ে বেরিবাঁধ ঘাঁটায়,
নদী ভাঙনের মর্ম দেখলে হৃদয়ের বাঁধ
ভাঙার দৃশ্যে অশ্রু দেয় না বিদায়।
এই যুগে কেউ ভালোবাসে কতদিন
বিরক্ত লাগে মনের গোপন নথিতে,
ছিঁড়ে ফেলে দেয় পুরাতন ভালোলাগা
বেশিদিন কেউ ভালোবাসে নারে।