রোদের শরীর নাজেহাল বড়
শীত বায়ু বলে হয়েছি হাজির,
দগ্ধ তাপের কর্ম দোষেই
মাটিতে দিয়েছে খরার চৌচির।
রোদ বলে আমি শক্তির চোখ
আমার দখলে আকাশও মাটি,
চেষ্টা করো না ভেজাতে শিশির
আজীবন ধরে যেই পথে হাঁটি।
হেমন্ত বলে ধীরে ধীরে যাও
চুপিচুপি রাতে শিশির ফেলাও,
সূর্য ওঠার তার খুব আগে
শিশিরর জল ঘাসেই মেলাও।
হঠাৎ করেই উষ্ণ শালায়
ডুব দিয়ে গেছে কোন চলমান,
পথিক এবার উষ্ণ কে খুঁজে
জড়িয়ে পোশাক খুঁজে হয়রান।
শিশির বলেছে অবস্থা শোনো
উষ্ণ পোহায় পাপের ফসল,
কিছু দিন আগে মুনাজাত থেকে
আমাকে বলছো করতে দখল।
বর্ষা দূরেই হাত তালি দেয়
তরুলতা নাকি থাকবে উপোস,
শিশির তখন বার্তা পাঠায়
আমার সৃষ্টি আছে সন্তোষ।