বৃষ্টি আসার সময় কখন
রোদের পিছে পালিয়ে আমি।
বৃষ্টি আসার পরিস্থিতি আগের মত একটু ও নেই....
বদলে গেছে চলাফেরা সকাল বিকেল চলার রুটিন।
চিঠিপত্র ডাক পিয়নের চিঠি ও নাই।
ফেসবুক মেসেজ খুব সহজে ঘন ঘন মন বদলের
সস্তা সুযোগ হাতছাড়া কেউ আর করে না।
বিশ্বাস করা উচিত যে নয়
বিশ্বাসের পিঠ ঘুণে ধরা ভালোবাসার মতান্তরে।
মনকে বোঝার সময় কখন,
মানুষ বোঝার সময় কখন
পুব আকাশে আলোয় ধরে
নেবার আগে শূন্য আলো যেমন মানুষ।
স্থায়ীত্ব হলো কখন?