তােমার হবাে হবাে বলেই
আজও ভুলে যাওয়া হয়নি,
তােমার প্রতি দূর্বল বলে
আজও কোনো দূরত্বেও
হার মানেনি ....
মনের দরজা ফাঁক করে এই
আজও-কেউ ঢুকতে পারেনি
তোমায় খুঁজে পাবো বলে
চোখের অশ্রু ও পারেনি
মন সরাতে।
আজও ভালোবাসি বলে
কোনো মিথ্যা সত্যর তিতায়!
ছেড়ে যেতে পারেনি মন
কান কথার কান ঝালাপালায়
তার বিশ্বাসও করেনি।
আজও ভালোবাসি বলে
হাজার ভুলের ক্ষমা করতে
ভুল করেনি,
ছেড়ে যাওয়ার কথা হয়নি
বুকের ভেতর।
তোমার হবো হবো বলেই
হারিয়ে যাওয়া আর হয়নি
খসে পড়া তারার মত
দুঃখের বিষয় হয়নি হাজির।