তুমি কি করেছ দেখছে আল্লাহ লিখেছে তার লেখক
রোজ হাশরের বিচারের দিন সব হবেই হাজির
সেই বিচারের ফাঁকি দেয়া তোর এতই সহজে নয়।
চলেছো কেবল আকাশে পাতালে চলেছ ইচ্ছাধীন
জ্ঞানের পরিধি বুঝার ওজরে চলাও ছিল স্বাধীন
ভালো কি মন্দ বুঝে না-বোঝার ভান ধরে গেছে হয়
সেই বিচারের ফাঁকি দেয়া তোর এতই সহজে নয়।
পাপ পূণ্যের হিসাব নিকাশ তুলে দেবে হাতে হাতে
সেইদিন আর বন্ধু স্বজন থাকবে না আর সাথে
দুনিয়ায় তুমি ভালো করে থাক পাবেই মুক্তি তবে
পাপ করলেই কঠিন আজাবে সামনে হাজির হবে
জান্নাত আর জাহান্নামেই ভাগ হবে নিশ্চয়।
সেই বিচারের ফাঁকি দেয়া তোর এতই সহজে নয়।