তুমি আমার নামাজ শেষে মুনাজাতের চাওয়া,
দীর্ঘ রাতের বাধা ছিঁড়ে ভোরের শীতল হাওয়া।
তুমি আমার অপেক্ষার নীল ভেলা মেঘের ছায়া,
না বলা এক রঙিন প্রাচীর গড়ে উঠা মায়া।
তুমি আমার মরুভূমির হঠাৎ নামা বৃষ্টি,
আমার চোখে এই পৃথীবির প্রথম শুভদৃষ্টি।
সুবাসিত ফুলের ঘরে হাজার দোলা ঢেউ,
ছড়িয়ে যাওয়া মনে প্রাণে আর জানে না কেউ।
শুধু তোমার ছোঁয়ায় বাজে কালের বাঁশির সুরে,
রাখাল হয়ে বাজিয়ে বেড়াই মন পবনে ঘুরে।
তুমি আমার হারিয়ে যাওয়া স্মৃতির খনি,
শব্দহীন এক প্রার্থনার অন্তর্গত ধ্বনি।
যেন জান্নাতের পথের স্নিগ্ধ ছুটিয়ে আসে
- মোঃ মুসা