তুমি যখন হৃদয়ে করলে প্রবেশ
পাখির মতো হারালো একনদী দুঃখ,
আমার দেহের সাথে বয়েছিল বায়ু
স্বর্গীয় অভ্যাস এসে ছিলো পঞ্চমুখ।
যখন তুমি হারালে কূল-কিনা থেকে
মনেহয় স্থির আছি সহস্র বছরে
আমার স্বপ্নরা ক্ষত বিক্ষত হয়েছে
সব মনোযোগ গুলো কাঁদছ কাতারে।
তুমি যেই চলে গেছ ভেঙে ভেঙে পরি
ইটের পুরানো তৈরি ভাঙন প্রাচীর,
একটু মেরামতের ভীষণ অভাব
এই দেহ মন প্রাণ তোমার ছোঁয়ার।