আমি ভেসে যাই তুমি স্রোতের অববাহি
কোনাে নদী হয়ে মােহনায় ,
তুমি শব্দটি উলট পালট করে দেখি তার নাম
তুমি নদী আমি নদীর সে ধারা
আমি সনাতন তুমি আধুনিক
তুমি ভেসে যাও শতাব্দী কোল ঘেঁষে সাঁতরিয়ে
আমার প্রেমেই তুমিই সুত্রপাত
তুমি চাঁদ আমি চাঁদের পুজারী সন্ধ্যার জালে
মাটির প্রাচীরে মিটিমিটি দুটি চোখ ছলছলে
কোন পৃথিবীর সবচেয়ে শ্রেয় শ্রেষ্ঠ মনের
ভালোবাসা নিয়ে বন্দরে ইতিকথা।
তুমি পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর হয়ে
ভেসে গেছে এই জোয়ারের মত
চোখের পর্দা তুলে দেখবার মনে আক্ষেপ
সার্ধশতের শেষে অতৃপ্তি অভিপ্রায়-টুকু
তোমার হাতের আলিঙ্গনেই পাশাপাশি হাঁটি
রশ্মি কেটে দিয়ে উদ্বোধনের পথচলা কোন
নতুন একটা অভিজ্ঞতার আলোকে দাঁড়িয়ে
যেন সম্মুখে পরীর সাক্ষাৎকার।