অনেক অনেক আরো ভুল হবে
তবু ভুলবোনা তোমায়,
অনেক অনেক অভিমান হবে
তবু ছাড়বো না তোমায়।
চলে যেতে চাও আটকাবো না যে
চলে গেলে আর পোড়াব কিভাবে
মনের অনলে!
অনেক অনেক দূর পথ হবে
তুমি দূরে হবে না যে
অনেক কষ্টে কাঁদব একাই
কষ্ট হবে না-যে
চলে যেতে চাও আটকাবো না যে
চলে গেলে আর
কাকে দেব ঠাঁই কাকেই রাঙাব
পাঁজরের তলে।
সে-আর তোমার মতন।
অনেক অনেক অবহেলা হবে
তবু ছাড়বো না তোমায়
চলে যাবে যাও আটকাব না যে
চলে যাও যদি ভাববো যে কাকে
মনের ভেতরে।