হয়তো তোমার অভিধানে নেই আমি
থাকলে আমায় খুঁজতে যাবার পরে,
রাগ অভিমান খেলতে অনেক করে
অপছন্দের শব্দ কেবল সে আমাকে ধরে।
যেই পাতা আর হয়না একটু পড়া
যেই শব্দটি হয়না তোমার লেখা,
যেই শব্দটি পড়েনা চোখের কাছে
সেই শব্দটা আমায় করায় একা।
হয়তো তোমার আমি অভিধানে নেই
থাকলে আমায় খুঁজতে ফেবুর সার্চে,
মেসেঞ্জারের করতে শুধুই নক
নিত্য আমায় ভাবতে মনের ধাঁচে।।
এই আধুনিকে দূর কে করেছি কাছে
কাছকে করেছি থেকে থেকে বহুদূর,
আপনার ঘর ভুলে গেছি মনেহয়
অলীক স্বপ্নে বুনছি বাঁধন সুর।