হে আগামী দিনের অনাগত শিশু
আগামী দিনের জাতির কর্ণধার,
তোমার নিকট বিনীত আকুল প্রশ্ন! নিয়েই হাজির হলাম...
দেশকে কতটা শ্রদ্ধা করবে ত উত্তর দাও?
এ সবুজ ভুলে যাবা নাকি? উত্তর দাও?
নাকি বিশ্বের শেরা স্থান কে দেবা বাংলাকে!!
সবুজ শ্যামল নদী নালা এই রম অপূর্ব ছবি
মুক্তিযুদ্ধে শ্রদ্ধায় কত গলাবে মস্তিষ্ক উত্তর দাও?
নাকি ইতিহাস তার ভুলে যাবা ?
মনগড়া সেই ইতিহাস পাঠ করে
সত্যকে মিথ্যার ডুবিয়ে মারবে?
উত্তর দাও উত্তর দাও উত্তর দাও......।
যদি দেখো তার সত্য ডুবেছে
সত্য বলার সাহসী কণ্ঠ নাই
লুকিয়ে রাখার উপায় নিখোঁজ
নতুন সূর্য উঠার জন্য হবে নাকি অপেক্ষা?
জেগে উঠবে কী একাত্তরের মুখ
জীবনের সাথে নিজের স্বার্থে তবে
নাকি সততা কে খুন করবা? উত্তর দাও?
নাকি চেতনা জাগিয়ে স্বাধীনতা উচ্চশীরেই
নিজে ও দেশের করবে কল্যাণ...।
তোমাদের কাছে আমার একটি প্রশ্ন......
কী করবে তুমি আগামী দিনের পথিক...।?????/