দু'পা ফেলে দু'পা ফেলে হাঁটি,
ঘেঁটে করি যত ঘাঁটাঘাঁটি।
যতটুকু বুঝে যেতে চাই,
তারচেয়ে-পিছু পরে যাই।

একবার যদি বুঝি তার কূল,
দুইবার যেন হয়ে যায় ভুল।
দুইবার যদি বুঝে যেতে হয়?
ভুল হয়ে যায় এক থেকে নয়।