তোমার জন্য ভাবনার এপিঠ পচন ধরছে
যেমনে পচে আম কাঁঠালের আঠা শরীর,
ঝুড়ি থেকে ফেলার পরে ভেনভেনিয়ে মাছি ধরে
দূরে বসে তাকিয়ে দেখি অগাধ নিবিড়।
তোমার নিয়ে স্বপ্ন দেখা হয়নি দেখা
রোজ সকালে রোজ বিকেলে এই দোটানা,
মাথা ভরা টেনশন থেকে ঝিমিয়ে পড়া
তোমাকে ঐ হারিয়ে ফেলার ভয় জাগে না।
তোমার নিয়ে জীবন যুদ্ধের কথা গুলো
মিথ্যে যুদ্ধ দুই দেশ আজ স্বাধীন সত্তা,
শান্তিচুক্তি স্বাক্ষরিত আর হলোনা
আমার সকল ভাষণ যুক্তি ভুয়া বক্তা।
তোমার নিয়ে বেঁচে থাকার ইচ্ছা গুলো
খুব স্বাভাবিক মরে গেছে হঠাৎ করে,
এই যে সখের আর কবুতর হয়নি পালা
কেমন হলো আমার জীবন এমনি করে...