হয়তো তোমার থমকে গিয়ে চমকে গেলাম
তোমার একটা ছবি দেখে,
না হবার কি মনের ঘরে ছিলে তুমি
বহুদিনের দিন পেরিয়ে,
একটুখানি ভুল ছিলো না তোমায় নিয়ে
আপন ভাবার মনের ঘরে আত্নীয়তার
তুমি ছিলে কম ছিলো না,
তোমার নিয়ে ঘটে যাওয়া কিছু কিছু
অলৌকিক এর ঘটে যাওয়া মনের ভেতর
কেমন করে ভুলতে পারি এমন কিছু
হোঁচট খেয়ে যাচ্ছি পরে তোমায় ভেবে
কথা ছিলো নাকি এমন হারিয়ে যাবে
আমায় ছেড়ে হারিয়ে যাবে হঠাৎ করে
কথা ছিলো চিরজীবন আমার পাশে
থাকার কথা শপথ ছিলো
কোথায় গেল অবুঝ মনের চাওয়া পাওয়া
কোনসে মেঘের ডানায় করে
কোন গগণে আছড়ে পড়ে দিলো পারি
তোমার কথা মনে পড়ে হায়রে আমার
প্রথম প্রেমের টুকরো হাওয়া কোন
লগনে উড়িয়ে নিলি এবার আমায় দেছনা বলে??
-