তোমাকে দেখার তৃপ্ত চাহনি
আমার ফুরাবে কবে আর পরে
সারা যৌবন খরচ করেছি
বিলিয়ে দিয়েছি দলিল করেই
খরিদ করানো জমির মতোন।


হয়তো আগামী দিনে হয়ে যাব
কোন মানুষের বয়সের ভারে
প্রেমের কুকিল আর ডাকবে না
আমার ও দিকে ফিরে তাকাবে না
কোনো মৌমাছি।

তোমাকে ভীষণ অপরাধী করে
একাকি পথেতে ভীষণ হাঁটব
সন্ধ্যার তাঁরা সাক্ষী করেই
ভীষণ ভীষণ অভিমান হবে
তবু হৃদয়ের প্রশান্তি খুঁজি
তোমার মুখটি একটু দেখাতে

মনেহয় আমি কতকাল ধরে দেখনি তোমায়
আরো একটু মনভরে দেখা
কোনো ভূমিকায় শেষ পর্যন্ত
উপসংহার ও লেখিনা তোমার