শত্রুতা ঘেরাও ছিল মানহানি হলো উচ্ছসিত জালে
ইজ্জত খুন করলো বিধ্বংসীর-বেইজ্জতে,
ষড়যন্ত্রে লিপ্ত হলো মিথ্যার জোয়ারে মস্তিষ্ক দূষিতে
সমাজ সংসার জুড়ে ভেসে গেছি একদিন।
তবুও বাঁচাতে হবে সাধারণ হয়ে সঞ্চারিত হয়ে
তবুও ধৈর্য্য ধরতে নিজেকে বলতে হবে!
শত্রুতা শেষ হয় না চারদিকে হবে ঘোর অন্ধকার
মেঘের মত ঘেরাও কর্মসূচি উদ্বোধনে।
তবুও বাঁধন ছেড়ে যাওয়া যাবেনা বিশ্বাসের ঘরে
সবাই ছেড়ে গেলেও আত্নবিশ্বাসকে দূরত্ব টানে না,
জঞ্জাল পৃথিবী জুড়ে কোথাও এমন ঘটতেই পারে
তবুও বাঁচতে চাই লড়াইয়ে সাথে প্রতিজ্ঞার সাথে।
কেউ থাকবে না সাথে সকলেই যাবে এক এক করে
তবুও বাঁচাতে হবে চলতেও হবে সবকিছু ভুলে,
জীবন মানে সংগ্রাম লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা
আঁধার সরিয়ে দিয়ে পূর্ব আকাশের তাজা সূর্যোদয়ে।
আলোর দিশারী হয়ে একমুঠো হাসি মাখাতেই হবে
রাখতে হবে অটল দেখিলে হয়না মোকবেলা মুখে,
ছিন্ন বিচ্ছিন্ন শরীরে তবুও বাঁচাতে হবে সাধারণ
সততা ধারণ করে আকাশে চুম্বন আকাঙ্ক্ষা পূরণে।