তোমাতে আমার হইব বিলীন
তোমার আদরা দাউ দাউ রূপে
আমাকে পুড়েছে মধুর আগুন
তোমার সাধেই পিপাসা কাতর।
তোমার হাসি তো বড় তলোয়ার
হয়ে যাই আমি নিজে নিজে খুন,
ভেসে যাই আমি সহস্র যুগে
করে যাই আমি শুধু গুনগুন।
তোমার হাতের কোমল পরশ
হাতের তলায় বিশাল আকাশ,
শত জনমের শত স্নেহ ময়
আমার পরাণে লেখা ইতিহাস।
তোমার চলার পায়ের নূপুর
হার্টবির্ট কাঁপা নাস্তানাবুদ
তোমার পায়ের শিশির ছড়ানো
সুবাতাস ফুটে সবথেকে শেরা