নিরীহ মানুষ মেরে- দেয় চোখে ধুলো,
ওরা কি মানুষ নয়? গাজা বাসী গুলো।
তোমরা একা মানুষ, বাকি তাহলে কি?
দেখতে মানুষ ওরা, রক্ত মাংস ঠিকি।
ইহুদি জাতিকে ভাবে, তোমার মানুষ
ফিলিস্তিনি লোক গুলো! মানুষ কি নয়?
বিবেক বিধ্বস্ত হয়ে খসে গেছে নাকি!
কেমন করে ভেবেছ মানবের জয়?
শক্তির দাপট আছে ঈশ্বর কি মানো?
তবে ঈশ্বর দেখেনি? সেই কৃতকর্ম?
ঈশ্বর সর্বজনীন সকল জাতির
একাই তোমার নয় ঈশ্বরের ধর্ম...