কে রেখেছে বদ্ধ ঘরে তোমায় করে দায়,
মানুষ বলে অসম্পূর্ণ তাকে বলা যায়।
কে করেছে গৃহের দাসী কেনো খাবে মার,
কেনো এত মুখ চেপে তো সইবে অত্যাচার।
দাসী হয়ে করে সেবা গাছ হয়ে দেয় ছায়া,
ভোরের আলো থেকে শুরু তবুও নাই কায়া।
মুখের কথায় ছোট করো মনে দিচ্ছ ব্যথা,
সে যে কত কাছের মানুষ এমন আছে কে তা?
ঘরে ঘরে গোত্র প্রথার লেগে আছে গাঁয়!
তাইতে বুঝি কথায় কথায় শেকল বেঁধে যায়।
নারী তোমার মুক্তি ঘটুক ইচ্ছের কর্ণধার,
ইচ্ছে তোমার খেয়াল খুশি ইচ্ছে মত তার।