আমার কবিতা আমার কাব্য
কিছু আবৃত্তি তাই শুনে যান।
ধরে যদি সেই মনে.......
নয়তো বা বাজে,
সামনে হয়তো ভালো কিছু হবে
থাকিয়েন মোর মাঝে।
কিছু ভুল মোর হতেই তো পারে
হতে পারে ভুল আপনার কিছু,
সবকিছু শেষে হাসিমুখে নিয়ে
সামনে এগাতে হবো না যে পিছু।
কত জ্ঞানী গুণী আমার লেখায়
যদি পড়ে চোখ হঠাৎ দেখায়।
দুর্বল হলে করূনা ক্ষমায়,
ভালোবাসা নিন আমার জমায়।
যদি ছেড়ে যান কিভাবে শুধরে
কিভাবে আবার পৃথিবী জ্বালাবো,
নিজের ভুলেটা কিভাবে ধরবো
থেকে যান আজ নিজেকে গড়ব।