মনে পড়ে স্কুল বেলার অনেক গুলো স্মৃতি,
হারিয়ে গেছে স্যারের শাসন আদর স্নেহ প্রীতি।
প্রাইমারির হাবিবুল্লাহ স্যার কে মনে পড়ে,
স্নেহ মায়ার বন্ধনে যে আমায় টেনে ধরে।
হয়তো তিনি পৃথিবীতে আজকে বেঁচে নেই,
অশ্রু সিক্ত নয়ন জলে হৃদয় ভাঙে খেই।
রুনা মডাম, মজিদ স্যারের ছিল শাসন কড়া,
সেই শাসনে আজকে আমি তাদের হাতে গড়া।
সিদ্দিক স্যারের বেতের ভয়ে স্কুল পালিয়ে গেছে,
আমি কেনো মার খেলাম না ভাবছি তখন শেষে।
সুলতানা সেই ম্যাডাম প্রথম আলোর নামা পথিক
বেশিদিন তার স্কুলে যে পাইনি তবে ঠিক।
দেখতে দেখতে প্রাথমিকের ফুরিয়ে গেছে দিন,
কতকিছু শিখে আসছি হয়ে গেছে ঋণ।
হাই স্কুলের দুয়ারে সেই প্রথম দিনের কথা,
আজও আমার স্মৃতি হয়ে করে নিরবতা।
অভিলাষ স্যার, ইকবাল স্যারের আদর মাখা স্নেহে,
ধীরে ধীরে মানুষ হলাম এমন শিক্ষক পেয়ে।
হুজুর স্যারের মালেক হুজুর হারিয়ে গেছে বলে,
চোখের সামনে প্রদীপ হয়ে আজও চোখ জ্বলে।
সাইদুল্লাহ স্যার ছিলেন এমন রক্ত মাখা টানে,
আমার জন্য দোয়া করতেন যেন হৃদয় পানে।
সালাম স্যারের বাঘের গর্জন সবাই যেতাম কেঁপে,
পড়াশোনা ঠিক মত তার হয়ে যেতো মেপে।
মোশাররফ স্যার বেতের বাড়ি আজও ভুলি নাই,
মাঝেমধ্যে দেখা হলে বড় স্নেহ পাই।
আমাদের সেই জসীম উদ্দিন স্যার কে ছাত্র পেয়ে,
এগিয়ে গেলো হাই স্কুলটি উন্নত শির বেয়ে।
মাঝেমধ্যে কম্পিউটারে হাঁটু ভরে দাঁড়াই,
এত ছাত্রের ভিতর আমায় চিনলে খুশিতে হারাই।
জাহের স্যার আর আলি হোসেন স্যারের কথা ভেবে,
মনকে অনেক জিজ্ঞেস করলাম কেমন করে নেবে।
দেখতে দেখতে কেটে গেছে হাই স্কুলের দিন,
অনেক কিছু শিখে আসছি হয়ে গেছে ঋণ।
কলেজে যেই প্রথম দরজার হেঁটে যখন গেছি,
নতুন করে নতুন কোন পরিবেশে মেশি।
জাহিদ স্যারে ফিজিক্স পড়া স্মৃতিকনা মেমে,
সবার থেকে তার ক্লাসের চমক জুড়ে নেমে।
আবদুল মন্নান স্যারের কথা কতটুকু বলি,
শেষ হবে না ঋণের বোঝা যতকাল তার চলি।
উচ্চ শিক্ষার জন্য তখন রাখলাম নতুন হাঁটা,
পেলাম একজন খাঁটি মানুষ হৃদয় জুড়ে ঘাঁটা।
তিনি হলেন মাহবুব স্যারেই আমার শ্রেষ্ঠ স্যার,
এমন স্যারের সান্নিধ্য যে বড় ভাগ্য তার।
সকল শিক্ষক কত ভালো কেউ যে মন্দ নয়,
এমন শিক্ষক সকল ক্ষেত্রে যেনো জুড়ে রয়।
মাহামুদুল্লাহ-স্যার চির শ্রদ্ধায় নত মনে সেরা
সর্বদিকে জয়ী যিনি হৃদয় দিয়েই ঘেরা।
সব শিক্ষরের পায়ের কাছে নত হয়ে বলি
ক্ষমা করবেন ভুল যে আমার যখন পথে চলি।
পথ দেখানো নিশান জ্বলে পথকে খুঁজে পাই
আদর্শ সেেই শিক্ষক যেনো কোথায় এমন পাই।