আমাকেই যেন/ টেনে নিয়ে যায়/ সবুজ ঘাসের/ ধারে
পাতার শরীরে/ বিছানা বানিয়ে/ হঠাৎ বসতে
নির্জন কোন/ পাখিদের ডাকে,
ভোরের শিউলি/ কুয়াশা শরীরে/ পাতার গোসলে
চোখ হারা মাঠে/ ফসলের মুখে/ আমাকেও টানে,
রোদেলা দুপুরে/ জলের শরীরে/ হাঁসের মিছিলে
মাছরাঙা যেথা ছড়িয়েই থাকে।
অথবা শরৎ/ কাশবনে এসে/ নীল আকাশের
হঠাৎ বৃষ্টি/ হঠাৎ রোদের/ সেই ইশারায়।
বর্ষার দিনে/ রিমঝিম সুরে/ ঘনঘটা সেই
বিরক্ত হয়ে/ দিন চলে যায়/ স্বপ্ন ছোঁয়ায়,
আমাকেই যেন / টেনে নিয়ে যায়
মেঘনা নদীর/ বিশাল পেটের/ কূল হারা দিকে
টেনে নিয়ে যায়/ নতুন চরের/ বিশাল বিলের
চারদিকে পাখি / ঝাঁকে ঝাঁকে উড়ে/ নদীর দু'পাশে
আমাকেই কেউ/ টেনে নিয়ে যায়/ ফুলের গন্ধে/ বাগিচার কোলে
বিকেলে বেলার / প্রজাপতি মেলা/ হরেক ডানায়,
নীল আকাশের/ ভাঙা ভাঙা মেঘে/ আকাশ সাজিয়ে।
আমাকেই যেন/ টেনে নিয়ে যায়/ বসতি ভিটায়/ মায়া মমতায়/ শৈশব থেকে/ স্মৃতির দরজা/ খুলে
আমাকেই যেন/ ফিরে নিয়ে যায়/ চেনা দরজায়
টেনে নিয়ে যায়/ কে নারীর টানে / মায়ের মমতা/ গিন্নির প্রেম/ দুর দিগন্তে/ একা হয়ে যায়/ প্রেমের সুধায়
এই বাংলার/ আকাশ বাতাস / আমার শরীরে
গেঁথে আছে শুধু/ এক অস্তিত্ব।