নিজের বেলায় ষোলো আনা
পরের বেলায় ছাই,
এই সমাজে চলছে কেবল
তাইরে নাইরে নাই।

নিজের ছেলে পীর হবে এক
হবেন অনেক কিছু,
পরের ছেলের মাথায় বাড়ি
দিতে থাকবেন পিছু।

নিজের ছেলে সংসার করবে
থাকবে সুখে শান্তিতে,
পরের ছেলের ভালো থাকা
লাগবে না আর ক্লান্তিতে।

নিজের ছেলে ডাক্তার হবে
হবেন সমাজসেবক,
পরের ছেলের ধ্বংস করবেন
জুলুমের ঐ দেবক।

নিজের কালে ভাগ্যের চাকা
হার হামেশাই ঘুরবে,
পরের কপাল দিনে দিনে
অবিচারে পুড়বে।

এই সমাজে ভালো মানুষ
হয়ে আছো তাই,
আমার কপাল গোল্লায় গেছে
তাইরে নাইরে নাই