বাঙালি আমি আমার, আছে নিজস্ব সংস্কৃতি
বাংলার বুকে ঝাঁপিয়ে বহমান ধারা নামে,
ঘনিয়ে আসে বাংলাতে, সোনালি ছয়টি ঋতু
আসে নববর্ষ আহা সরলা সবুজ খামে।

পান্তা ভাত খাই আমি এটাতে আমার স্বাদ
শাক সবজি রান্নাতে ডাল ভাত মজা খানা,
সিদ্ধ ভাত সিদ্ধ মাংস খেয়েছি যতটা দিন
তাতে বড় তৃপ্তি মেটে বাঙালির ষোল আনা।


ইলিশ মাছের গন্ধে শুঁটকি ভর্তার ঘ্রাণে
পাগল করে বাঙালি টাটকা সতেজ প্রাণ
নদীর নানা খালেতে টাটকা মাছের স্বাদ
মাছে ভাতে বাঙালির গেয়েছি সেইতো গান।

পুকুর ভরা মাছেতে গোয়াল ভরা দুধেতে
হরেক রকম পিঠাতে ধুমধাম আয়োজন,
পুরানো নতুন মিলে পল্লীর চিত্র আমাগো
বাঙালি আমি আমাতে খুব গর্বে ধরে মন।

পাঞ্জাবি আর ফতুয়া শাড়ি কামিজ ওড়না
পড়লে যখন বড়, বাঙালি বাঙালি লাগে
এই বাঙালি সুরূতে নববর্ষের শুভেচ্ছা
শেকড় থেকে শেকড়ে শুভেচ্ছার অনুরাগে।